আমি ধ্বংসকে ভয় পাই সত্যি -
কিন্তু মৃত্যুকে না।
ধ্বংস যে ছড়িয়ে পড়ে দিক দিগন্তে-
কিন্তু মৃত্যু,
এই মৃত্যু যে আসে এক সুন্দর নীরবতা নিয়ে,
যার কাছে হেরে যায় জীবনের সব পাপপুণ্য।
শরতের নীল আকাশে শুভ্র মেঘের খেলা,
বসন্তে বয়ে চলা ফুলেল হাওয়ায় শীতলতা,
বর্ষায় ঝড়ো মেঘে ভেজা কদম গুচ্ছ,
এইসব সৌন্দর্য নিমিষ হার মানে মৃত্যুর কাছে।
মৃত্যু এক অপরূপা
মৃত্যু যে এক অমোঘ স্নিগ্ধতা
মৃত্যু আনে শত বসন্তের ছোঁয়া!
মৃত্যুতে হারে প্রাপ্তি-অপ্রাপ্তির বাসনা
মৃত্যুই লুকায়িত জীবনের কারিশমা।