সাতটি বছর পরে,
আজও হাঁটছি এই পথে।
করেনি কেউ প্রশ্ন!
জীবন নাকি মৃত্যু?
রাখেনি কেউ কথা,
হোক বন্ধু কিংবা শত্রু!
অভিযোগ কভু করিনি কারো পাছে;
আজ হয়েছি আমি কালসাপ,
দুধে ভরপুর পবিত্রতার কাছে!
বোঝেনি কেউ কখনো,
হৃদয়ের অতুল গহ্বরের জলন্ত গর্জন!
আজ নিলামে তোলা সবই, হয়েছে
পাপের শাসিত স্মৃতির সাগরে বর্জন!