আজ আমার হাতের গোলাপ গুলো তুমি চেওনা
এগুলো আমার ভাইয়েদের জন্য
যাদের জন্য তোমাকে আমি বলতে পারি
"আমি তোমাকে ভালবাসি"।
এই গোলাপ গুলো তুমি চেওনা
এগুলো তাদের জন্য, যাদের জন্য
আমি আমার মাকে "মা" বলে ডাকতে পারি
ভাইকে "ভাই"।
এই গোলাপ গুলো তাদের জন্য
যারা আমাকে দিয়েছে মিষ্টি কিছু বর্ণমালা
যা দিয়ে আমি রচনা করি
আমার গল্পগুলোকে, আমার কবিতাকে।
এই গোলাপ গুলো তাদের জন্য
যারা আমাকে একটা ভাষা দিয়েছে
যা দিয়ে আমি মনের ভাবকে
সবার মাঝে ব্যক্ত করতে পারি।
এই টকটকে লাল গোলাপ গুলো তাদের জন্য
যাদের রক্তে রঙিন হয়েছিল রাজপথ
যারা রক্ত দিয়ে ছিনিয়ে এনেছিল
আমার এই মধুর বাংলা ভাষাকে।
তুমি আজ এই গোলাপ গুলোকে চেওনা
এই গোলাপ গুলো আমার সেই ভাইয়েদের জন্য
যারা আজও বেঁচে আছে
আমার ভাষার মাঝে, আমার প্রতিটি বর্ণমালার মাঝে।
Copyright : শিমুল শাহ্রিয়ার।
রচনাকাল : ০২/০২/২০০৭ইং।