ভালোবাসা - ১

তোমার খোঁজে আমি আজ
পথে পথে ঘুরি
জানি না কবে কোথায়
ভেড়াবো ভালোবাসার তরী।

ভালোবাসা - ২

ভুলে যেতে বলছো তোমায়
ভুলতে কি পারি!
সারা জীবন মনে রেখো
তুমি আমারই।

ভালোবাসা - ৩

কত স্পর্শের মাঝে খুঁজছি
ভালোবাসার ছোঁয়া
কখনো কোথাও পাইনি
মনের মতন হিয়া।

রচনাকাল : ০২/১২/২০০৫ ইং