যেটুকু রোদ ছিল চিলেকোঠা,
সৃষ্টিকে সাথে নিয়ে বৃষ্টিটা,
রোদে ভিজে দুটো পাখি
ঠোঁট ছুঁই মাখামাখি।
যেতে চাই যতদূর-
ইচ্ছেরা বহুসুর।
প্রেম বলে- ' ওরা কারা? '
--- ভিনদেশী শুকতারা।
দেহ যদি মিলে যায়
শরীরটা এক হয়।
রাতমাখা আদরেতে মিলিয়ে যাবে...
চোখ মেলে খুঁজোনা ওদের।
রাত কাটে ; আলো ওঠে স্নানের ধোঁয়ায়।
ছোট প্রাণ জন্মালো পালকের ছোঁয়ায়।
কীভাবে শৃঙ্খলে জন্মায় পাখি,
সৃষ্টির নিয়মকে রাতজেগে শিখি।
পরদিন চিলেকোঠা ঘরে উঠে দেখি,
ছায়া শুধু রেখে গেছে করে মাখামাখি।
ছোট পাখি দিগন্ত মেঘ বুনে বুনে,
ফিরবেই একদিন চিলেকোঠা চিনে।
প্রেমগর্ভে জন্মায় নতুন প্রেম এসে।
ভালোবাসা চিরদিন ভালোবাসায় মেশে....।
- কবি অর্ণব রায় চৌধুরী