(১)
কেন হয়না মস্ত বাড়ি, এ.সি গাড়ী?
কেন আসেনা বিরিয়ানি with চিকেন কারি।
তোমার-আমার নিত্যনতুন বাহানা।।
জানো। গরিবের কখনো অ্যাসিডিটি হয়না।
ওদের লাগেনা কোনো গ্যাসের বড়ি।
আমাদের এলেম সুখ, মৃত্যুভয়।
শুনেছো, ভিখারী কখনো খুন হয়??
(২)
খালিপেটের রাজারা টাইলসের ওপর যেভাবে শোয়,
সকালে ঝাড় দেয় কর্মীরা ,প্ল্যাটফর্ম চাতাল ধোয়।
ডাস্টবিন খুঁটে খাওয়া মাংসের স্বাদ!
ফুটব্রীজের তলায় মস্ত বাড়ি,মস্ত ছাদ।
ভোরে ট্রেনের বিকট শব্দ যাদের ভাঙায়না ঘুম,
'ধর্ষন' আসে রাত করে। চুপচাপ নিঝুম।।
কোনো এক বড়োবাবুর অতৃপ্ত কামনা,
ক্ষমতার চোখ। বাঁধা দেওয়া মানা।
টিকে থাকার সংগ্রাম। বেজন্মা বদনাম।
"বাবু- বাবু" করে মেলা দু-দশ টাকার মানে --
সরকারী হোডিং এর পিছনে বাঁচা জীবনগুলোই জানে।
তবুও তো ওরা স্বপ্ন দেখে, ছোট্ট চাওয়া ছোট্ট আশা
খিদে চাপা পাকস্থলী গুলো চায় যে শুধুই ভালোবাসা...