(কখনো উল্টোডাঙ্গা, কখনো মাঝেরহাট, কখনোবা শিলিগুড়ি, পশ্চিমবঙ্গে একের পর এক ব্রীজ ভেঙে পড়ছে এবং বহু মানুষের মৃত্যু মিছিল ঘটে চলেছে। তার প্রেক্ষাপটে লেখা তীব্র প্রতিবাদ জানিয়ে এ কবিতা)
  
পথচারী দোষ নয় দোষ সরকারী/
ব্রিজ ধরে নাচে যেন সেই ঘুষকারী/
ঘুষ শুধু ঘুষ নয় চুরি করে চলা/
শাসক কে ডাকে আজ ব্রিজের তলা/
এতগুলো দেহে যদি ফিরে যায় হুশ/
জবাব চাইবে তারা নিয়েছে কে ঘুষ? /
নেতাদের গরমিল,পকেটে কোটিকোটি /
ক্ষতিপূরণ দিয়ে কেন, চুপ হাওয়াই চটি?/
মন্ত্রীরা চুরি করে প্রকাশ্যে টাকা/
চোরেরা শাসক হলে করবেই ফাঁকা/
আজ তাই শোক নয় হোক প্রতিশোধ/
শাসককে পদানত করবার ক্রোধ...