কঠিন সময়ে বাঁচাতে দেশকে, করতে হলে জয়।
রক্ষককেও কখনো কখনো শক্ত হতে হয়।
সচেতনতার বুলী বুঝেও বোঝেনা phd পাশ ম্যাডাম।
বললে পরে দোষের হয়! আহাঃ শিক্ষার একী দাম!!
রাতদিন খাটার পরেও শুধু পুলিশেরই বদনাম।
এই আকালেও ডিউটি করছে যারা জীবনকে বাজি রেখে।
কর্তব্যের সংজ্ঞা সমাজ যেন তাদের দেখেই শেখে।।
তবে ভুলত্রুটি হয় বহু জায়গায়, অসৎ লোকেরাও ভরে আছে।
তাদের শুধরানোই মূল কাজ। নব যৌবন খুব কাছে।
সত্যি বলতে হাতের আঙুলগুলো সমান নয়।
যোগ্য পুলিশের দায়িত্ববোধ বাবার মতোই হয়।
তবে কেবল উর্দী পরলেই পুলিশ হয়ে ওঠা যায়না।
সেবাধর্মের বড়ো মন লাগে, ভয় কখনো যে পায়না।
মানবিকতার দায়িত্ববোধে গড়ে ওঠে তার উঁচুমন।
যোগ্য পুলিশ এই সমাজের সবচেয়ে আপন, প্রিয়জন।
দাদাভাইয়ের মতো করে সবসময় বোঝানোতেই ভরসা রেখো।
পুলিশ তুমি সবার হৃদয়ে ভরসা হয়েই বাঁচতে শেখো ।
বাঁচানোই যে কাজ। জানি সেই তাগিদে ক্লান্তি নিয়েও ছোটো
পুলিশ তুমি এভাবেই সবার আপনজন হয়ে ওঠো।।
- কবি অর্ণব রায় চৌধুরী