সকাল ৪ টে,
মহালয়া আর আজানের সুরে
ভেসে যায় গান দূর বহুদূরে
লাল হয়ে ওঠা পুবাকাশে
শারদীয়া নামে শিউলি ও কাশে
তাজিয়া- বিজয়া একসাথে হয়
ভেদাভেদ ভুলে মিলন অক্ষয়,
এটা মহামানবের মিলনতীর্থ, আমার দেশ
যেথায় নেই ভেদাভেদ, নেইকো শেষ।।
বাঙালীর আজ ঘরে ঘরে মিষ্টি চাওয়া মিষ্টি আশা
উৎসব মানে মানুষে মানুষে কোলকাুলি আর ভালোবাসা ❤
লেখা- অর্নব রায় চৌধুরী