রক্তজল ভুখামিছিল হাজার হাজার পথ।
ভাত শব্দটা দুঅক্ষরের, আগুন জ্বালায় খুব।
দশক সাতের "লাল রঙটা " পড়লো মনে আবার,
উপড়ে আসা নখই লেখে জানকবুলের শপথ।
আমি ভালোবাসি উলগুলান, ভালোবাসি অদম্য জেদ।
ভালোবাসি সংগ্রাম। ভালোবাসি বিদ্রোহ,
তোমাদের সাথে হাটছি আমিও, দেখতে পাচ্ছোনা কমরেড?
- কবি অর্ণব রায় চৌধুরী