কৃষক লংমার্চ ও কৃষক আন্দোলনের সর্মথনে লেখা এই কবিতা।দেশের ৮০ ভাগ মানুষ গরিব, তারা অধিকার থেকে বঞ্চিত। এবার তারা জাগছে,কালো মানুষগুলো তাদের দাবি জানাতে মাইলের পর মাইল খালি পায়ে গরম পিঁচ রাস্তার ওপর দিয়ে হাঁটছে। মুখে চিৎকার করে স্লোগান দিচ্ছে- " ভাত চাই কাপড় চাই,শিক্ষা চাই"। এ লড়াই ভারতের খেটে খাওয়া মানুষগুলোর সাথে, দেশের নরম গদিতে বসা বাবুয়ানি সরকারের। এই লড়াইয়ে একদিকে তাই ভুখা, নাঙ্গা ভারত রয়েছে , আরেকদিকে আছে ইন্ডিয়া, শক্তিশালী রাষ্ট্রশক্তি। তাই কবিতার নাম ইন্ডিয়া বনাম ভারত।
গেঁয়ো কৃষকের হাহাকার শোনো, শোনো বেকারের চিৎকার।
ল্যাংটো শ্রমিক ছুটছে দেখো চতুর্দিকে হাজার হাজার।
রাষ্ট্র মেরামতে নামছে ওরা। জাগছে ভীষণ জাগছে.....।।
মানুষ নামছে রক্ত নিশানে। যায় যাক ওই তুচ্ছ প্রাণ,
এরা না হিন্দু, না মুসলিম, না খ্রীশ্চান।
এরা ভাবী ভারতের নওজওয়ান। ভারতমাতার নওজওয়ান।। ❤
লড়াই করেই কিষান মজুর ছিনিয়ে আনবে জয়।
খিদের জয়, বাঁচার জয়, লক্ষ কোটি প্রাণের জয়।।
-অর্নব রায় চৌধুরী