ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগল যে দোল ; /
রঙহীণ মনে বসন্তপ্রিয়া পলাশ'ই সম্বল। /
আদিবাসী লালনে, দিশেহারা মন আনমনা; /
গানে গানে বসত করে কয়জনা...।। /
আবিরে রাঙানো -- মন মাতানো -- হিল্লোল ওঠে চিত্তে ; /
আপন খেয়ালে, মৃত্তিকা তলে, ফকিরি মননে চলতে। /
আমলকী বনে -- প্রাণসখা মনে উৎসবে মাতি ছন্দে ;/
আবির মেশানো-- বনলতা হাসে, ভাঙের নেশার দ্বন্ধে। /
জীবনানন্দ বৃষ্টি নামান, মৃত্তিকা-লাল আকাশজুড়ে ;/
রবীন্দ্রনাথ গেয়ে ওঠেন আদিমকালের সপ্তসুরে....../
এভাবেই গাইতে গাইতে.....--------
মনছুট দেয় কেমনে রাখাল পলাশে শিমুল; /
একতারা হাতে লিখছে যখন শহুরে বাউল।।