চাইনা আর কোনো গল্প বানিয়ে বলতে।
কারণ আমি গল্প বানাই, আজগুবি সব মিথ্যে বলি প্রেমের নামে। হ্যাঁ। মাঝেমাঝে তোমার নামে
চাইনা জানাতে কার ছবি দেখে ঘুম আসে?
মাথাব্যথা, টেনশন এতো কিসে !
সবাই জানে পরীক্ষার,
আসলে কি সত্যি সেটার?
কিজানি, না বুঝেই থাকতে জানি।।
তোমাকেই শুধু সত্যি মানি
চাইনা বোঝাতে গল্পগুলো
চাইনা কিচ্ছু চাইনা। আবেগে বরং স্মৃতিতে বরং -
পড়ুক ধূলো পড়ুক ধূলো।
আসলে সোনা, এসব বলেই রাগ ভাঙাতে হয়
বলতে পারো এসব বলে মানাচ্ছি তোমায়....
- কবি অর্নব রায় চৌধুরী