ওদের পায়ের পাতা ভেদ করে ঢুকে যায় কাঁটা,
-আর আমাদের প্রিয় ব্রান্ড ADIDAS, কিংবা BATA।
ওদের খালিপায়ে ফোসকা, বর্ষায় লেগে থাকে চটচটে কাঁদা।
আমাদের MORNING WALK এর জন্য আলাদা জুতো,অন্যরকম হাঁটা।
EVENING WALK এ Running shoe, বাজারে গেলে স্নির্কাস।
ব্রান্ডের মাপকাঠি ঠিক করে বিদেশী মানিপার্স।
আমাদের ঘরের জন্য একরকম, বাথরুমে আলাদা জুতো।
না। না। ওদের একটা হাওয়াই চটি হলেই হতো।
যন্ত্রনাও হার মানে, আসলে বেঁচে থাকার ছুতো।।
ফিনকি রক্ত,জমা পুঁজ,ফাটা গোড়ালীরা জানে,
কতটা কষ্ট ওরা চাপতে পারে মনেমনে।।
হ্যাঁ কতটা যন্ত্রনা ওরা সহ্য করে মনেমনে।।
আধপেট ছেঁড়া রুটি,হইচই ছোটাছুটি,
ডাস্টবিন চেখে দেখা মাংসের স্বাদ,
ফুটব্রীজের তলায় মস্ত বাড়ি, মস্ত ছাদ।।
অনাথ শিশুগুলোর কষ্টচাপা হাসি,
চলুন না দেখতে যাই, ভাই-বোনদের ভালোবাসি।।
একবার শুধু জড়িয়ে বলি-
"কে বলেছে তোরা অনাথ। তোরা তো
আমার ভাই,একদম নিজের ভাই"
পারবেন না বলতে?