☔☔💦💦💧💧
শুনেছি ব্যর্থ প্রেমিকরা বহুযুগ পর ফিরে আসে বৃষ্টি হয়ে।
পুর্নজন্ম নেওয়া তার প্রেমিকার চুলের গোঁড়া দিয়ে--
তলপেট ঘেঁষে বয়ে যায়; ছাপ রেখে যায় মিলনস্থলে,
ভেজা গায়ে তখনও চিনে নিও আমায়....
না। মুছোনা গা; শুকোতে দাও আমায়।।
অমরত্বের আদিমতায় - চিরপ্রেমিকের শক্তিবলে,
আবার আসিব ফিরে এই বরিষার জলে।।
প্রেম অমর। সেসব কেবল সাক্ষী-বৃষ্টি জানে,
স্মৃতিরা হাঁটুমুড়ে বসে; কাব্যিক জাল বোনে।
কি পড়ছি -কি লিখছি সম্বিত নেই মনে।
শরীরে শরীর মুড়ে - এই ঘোর আষাঢ়ে,
চাদরে ভিজে গাঢ় ঘুম - টিনের চালে ঝুমঝুম
সে মেঘে বৃষ্টি আসে প্রেমের মতোন....❤
(সিরিজ -৪ upcoming)
এরপর যখনই বৃষ্টি পড়বে, নিয়মমতো তখনই সিরিজ -৪ আসবে বৃষ্টিধুয়ে।
☔☔☔☔☔☔☔☔