কবিতা- " বেশ্যা মা "
কবি অর্ণব রায় চৌধুরী
নরম শরীর সস্তায় পেয়ে হিংস্র কামড় বসাই।
শহুরে পোষাকে আমরা তখন ১ ঘন্টার কষাই।
ক্লান্তি মেখে উগ্র সাজ আর উকুনে ভরা চুলে,
সমাজের চাপে মাংসপিন্ড - স্তন গিয়েছে ঝুলে।।
পর্দার আড়ালে হঠাৎ থেমে থেমে বাচ্চার কান্না।
ওদিকে ঘরে মনের জোরে ঘানি টেনে চলে "মা"...
মুখে হাসি রেখে বাবুর উগ্র লালসা মেটানো চাই!
আমরা কেবল অতিথি হতেই সোনাগাছিতে যাই...
কখনো ভাবিনি লাফানোর পর.....?
লাফানোর পর... ঝাপানোর পর তুলেছি কখনো প্রশ্ন???
প্রশ্ন তুলিনি, তুলিনি আমরা, অতিথি বলে কথা! শিরায় শিরায় লেপ্টানো আছে সামাজিক নীরবতা।
ওদের আবার সংসার ? ওদের আবার বাচ্চা!!
বেশ্যার ছেলে চেঁচিয়ে বলে- "সারে জাহাসে আচ্ছা.."