কত খুজিয়াছি আমি তাহারে,
ক্লান্ত নিরব নিশীথ রাতে।
ছিলনা ছিলনা কিছুই যখন,
কাগজ কলম ছিল সাথে।।

লিখিয়াছি মোর স্বপ্ন যত,
একটি পাতার হৃদয়ের ছোঁয়ায়।
পরশে পরশে স্পর্শ হল,
স্বপ্নেরা আজ নিজ দর-গোঁড়ায়।।

জোনাকির স্পর্শে আলকিত বিন্দু,
প্রতিটি আজ অঙ্গীকারে বদ্ধ।
কাগজ কলমের ইতিহাসে আছে,
তারাই জানে আমি কতটা দগ্ধ।।

রাস্তা-ঘাট,পলিমাঠ,
জল আর কাদা।
খুঁজে খুঁজে হয়রান তারা,
বর্ণহীন ভালোবাসা আর আকাশ সাদা।।

"অয়নীকা" থেকে "প্রীয়তমা-৬",
হারিয়েছে কোথাও নিজ ভয়।
অন্তসত্তা হারায়নি এটা মোর বিশ্বাস,
কবিতায় ফুটেছে না বলা আশ্বাস।।

অবশেষে অবকাশে উদয় হলো,
ক্রান্তির বৈসাদৃশ্য ও মৃণ্ময় আলো।
যুক্তিহীন আমি আর যুক্তির স্বভাব,
অলৌকিক ভাবনা আর কবিতার অভাব।।