হেটে চলছি স্টেশনের পথে,
কোলাহল চারীদিকে ।
কামরার সেই বদ্ধ আবহাওয়া,
তার সাথে প্রতিদিন নতুন চেহারা ।
সারাদিনের ক্লান্ত শরীর,
বিছানায় শুয়ে ভাবি,
এ তো যেন স্বর্গ ।
চোখ বন্ধ হয় রোজ তারাতারি ।
ধিরে ধিরে সব যেন শান্ত,
রাস্তা ও বাড়িঘর,
সবই যেন অক্লান্ত ।
হঠাৎ.....
বেজে ওঠে সেলফোন।
মনে পরে যায়,
এ তো সেই পুরোনো রিংটোন্ ।
হৃদস্পন্দন তখন দ্রুত,
জমানো ইচ্ছেরাও যেন,
বহিরভূত ।
,
কিন্তু শব্দের স্থায়িত্ত যে অল্প,
কাকে বোঝাবো এসব গল্প ।
এতো শুধু উন্মাদ করা,
একটি মিসকল ।।