অভিমানী চেহারা তার,
তাকিয়ে দেখছে নজরে ।
স্বল্প মধুর স্মৃতি,
ঠকঠক করছে স্বজোরে ।
জানালার পাশে রাখা,
ব্যাথা গুলি আজ অকারণ ।
মিথ্যে হল পৃথিবী,
আর শব্দ খুজছে ব্যাকারন ।
জাগিয়ে রেখেছে স্মৃতি,
নেই তার খিদে এক বিন্দু ।
তাইতো আজ ও নিশ্তব্ধ,
হরোপ্পা আর সিন্ধু ।
যা কিছু ছিল বাকি,
হলোনা পাওয়া ।
কাছে পেয়েও সব যেন ফাঁকি,
সবাই যেন আজ হাওয়া ।
অভিমানী তুমি দারাও,
যেওনা উওপ্ত দেশে ।
কল্পতরীর রুপ তোমার,
অভিমান জরিত বেশে ।।