হয়তো ভুলিনি তোমায়
হ্য়তো বা বেসেছিলাম ভালো ।
উফ্ এই ভালোবাসা
ফিরিয়েছে অতীতে তোমায়।
হাসছে সবাই,
সাথে হাসছে রাত্রী কালো।।
অভিযোগের বাধে বাধা,
চোখের জল আগে লাগতো ভালো...
গভীরতা মাপতে শিখিনি....।
তাই বলে কি ..
এক চীরকূট স্বপ্নও দেখিনি.
চোখ বুজলে ভেসে ওঠে দৃশ্য়,
সাথ ছেরেছো...
যখন ঘুমোচ্ছিলো পুরো বিশ্ব।।
অয়নীকা....
মানে টা তো রহস্য়..।
কল্পনায় আছে তোমার হাসি,
বাকিটা তো আমার যুক্তি হাস্য়।।
আমার শিরায় শিরায়,
আজ ক্লান্তী হারা।।
অধিকারের খোজে,
দিগ্বিদীক দেয় সারা।।
তবুও আঁধার শেষে,
মন যে তোমায় ভালোবাসে।।
অনেক সম্ভাবনার মাঝে,
আমার ফিরে যাওয়া কি সাযে.
তোমার আকাশে আজ,
আছে অন্য় তারা।।
খসে পরে মাটিতে,
অনন্ত ভালোবাসে যারা....।।।