এক কালে সে হাসতো ভীষণ,
এখন কেন যেন হাসে না।
একা থাকার দোহাই দিয়ে,
কাউকেই ভালবাসে না।
এক কালে সে ঘুরতো অনেক,
এদিক ওদিক রাস্তা দিয়ে।
এখন কেমন স্তব্ধ বুকে,
থাকে যেন নিজে কেই নিয়ে।
এক কালে সে খেত রোজ,
প্রিয় খাবার মোমো খানি।
সত্যিটা তার অপ্রীয় হলেও,
তার দুঃখ কিছুটা আমিও জানি।
এক কালে সে বাসতো ভালো,
কোন এক তার প্রিয়জনকে।
আজ নিজেকে একা দেখেও,
নিজেই সামলাচ্ছে তার মোমের মনকে।
ইচ্ছে করে বলি তাকে,
কিসের অপরাধী তুমি??
অপরাধ টা অন্য কারোর,
অকারনে তুমি হলে খুনি।।