আজ আবার হাজার সুখ বৃষ্টি হয়ে ঝড়ে পড়ল,
তুমি আঁচল পেতে দাঁড়িয়েছিলে দুপুরবেলায়
এক ভাবে সব সুখ তুমি চেটেপুটে গ্রহন করলে,
সেই সুখ রাতে ঝরে পড়ল আমাদের বিছানায়।
তোমায় নূতন করে আবার চেনাল এই নব বর্ষা,
রাত পরীর সাথে তোমার কোথায় যেন অদ্ভুত মিল,
ভাসতে,ভাসতে চলে যাই যেন অজানা স্বপ্নিল পথে,
যেখানে তুমি আর আমি, আর চারিপাশ জোছনায় নীল।
কখন জানিনা কেটে গেছে মোদের স্বপ্নময় রাত,
বিছানায় শুয়ে শুয়ে শুনি আকাশের আলোক গর্জন,
জানি আবারো ছুটে যাবে তুমি ছাদে,দাঁড়াবে আঁচল পেতে,
আমিও সাথী হব তোমার, যখন হবে সব নির্জন।