জোনাকিরা মিটিমিটি জ্বলে, আলো দেয়,
দূরে হেঁটে যাওয়ার পথ করে দেয়,
কিছুটা চলার পর শরীর অবসন্ন হয়ে আসে,
পথ তবু চলা বাকি, শুধু তুমি নেই পাশে।
দিগন্তের ওপারের তারারা ডাকে, কাছে আয়,
দখিনা বাতাস নাচে,যেন ঘুঙুর বেঁধেছে তার পায়,
পেঁচারা ডেকে উড়ে যায় নিজের ঠিকানায়,
আমি একা,সঙ্গীবিহীন জানান দিয়ে যায়।
রাত শেষে যখন কাক ভোর হয়ে আসে,
তোমার সুখস্পর্শ পাই আমি পাশে,
স্বপ্নময় রাত শেষে আবার কাছে এলাম
জোনাকি,তারাদের ছেড়ে তোমায় কাছে পেলাম।