আজ আমরা পাশাপাশি
শুয়ে আছি দুধসাদা বিছানায়
হয়তো খুব কাছাকাছি
ঠিক যেন কাছে নয়।
আজকের দিনটার অপেক্ষা
বহুদিন ধরে ছিল মনে
পেলাম শুধুই উপেক্ষা
আজ,এই বিশেষ দিনে।
সন্দেহের গাঢ় বিষ
মিশে গেছে লোহিত কনায়
পাখির কোমল শিশ
শুনেও, মন থাকে দোটানায়।
এতটা কষ্ট করেছি
শুধু এই দিনটার আশায়
একই বিছানায় শুয়েছি
এই সাধের নির্জন বাসায়।
তবু নেই সুখ
জমেছে সন্দেহের কালো গ্লানি
এ এক অদ্ভুত অসুখ
যা পিছনে আনে টানি।