এক দিন আমি আকাশেতে উড়ব পাখি হয়ে
নিরুদ্দেশ হতে চাই আমি তোমায় সাথে নিয়ে।
তুমি উড়বে দূর আকাশেতে মেলে দিয়ে ডানা
ভেসে যাব মোরা বহুদুর থাকবেনা কোনো মানা।
হিংসার এই পৃথিবীতে আর ইচ্ছা হয়না বাঁচতে
সুন্দর একটা সমাজ গড়ে সেথাই চাই মরতে।
যেখানে থাকবেনা ঘৃনা,লোভ,হিংসা আর দলাদলি
শান্তির সাথে থাকবে সবাই,খেলবেনা রক্তের হোলী।
যেখানে থাকবে শুধুই হাসি মজা আর নানান ফুল
তাদিয়ে সাজাবো তোমায়,হাওয়ায় উড়বে খোলা চুল।
বাসন্তি রঙা শাড়ি দেব খোপায় লাল গোলাপ
ফিঙে পাখি নাচবে আর পাখিরা করবে কলাপ।
আমার সব ভালবাসা দিয়ে ভরিয়ে দেব তোমায়
আশাকরি ততোধিক ভালবাসবে তুমি আমায়।
ভালবাসা দিয়ে জয় করব মোরা সব বাধাবিঘ্নকে
ছড়িয়ে দেব শান্তির বানী মোরা সারা পৃথিবীকে।