ঘুম থেকে উঠে থলে হাতে যচ্ছি আমি বাজার,
ব্যাগ ভরতি বাজার না এলে গিন্নির মুখ ব্যাজার।
আলু বাছি,উচ্ছে শুকি,ভাবি,এতেই কমাবো সুগার,
পিঁয়াজের দাম শুনেই আমার চড়ে গেছে হাই প্রেসার।
ইলিশ,কাতলা,মাগুর ছেড়ে দর করি কাটা পোনা,
দামে হাতে লাগলো ছ্যাকা,আর গলা হয়ে গেল খোনা।
সঙ্গে আবার পাঠার মাংস,লাগবে যে পাঁচ কিলো,
দামটা শুনেই মুরগিটা কিনি তার দামও বেশি ছিলো।
আম, জাম আর কাঁঠাল কিনে যখন ফিরলাম বাড়ি,
পকেট হয়েছে গড়ের মাঠ আর ব্যাগ হয়েছে ভারি।
গিন্নি চেঁচান আদা,রসুন টা কি করে গেলে ভুলে
আমি বলি বুঝবে তুমি, একদিন বাজারে গেলে।