পথে একটু দেরি হলেই হয়তো ভাল হতো
আজ বাংলা চলচ্চিত্র হয়তো অন্যরকম হতো।
দৃষ্টিদানে সেই পথচলা হয়েছিল যে শুরু
বাঙ্গালিরা মেনেছিল তোমায় অভিনয়ের গুরু।
পাঁচটা চলচ্চিত্রে মার খওয়ার পর, অগ্নিপরীক্ষা
সুচিত্রার সঙ্গে সেই জুটি পাগল করে মনটা।
সাড়ে চুয়াত্তরের সেই জুটি আজও ভোলেনি কেউ
এই পথ যদি না শেষ হয় মনেতে তোলে ঢেউ।
নায়ক থেকে চিড়িয়াখানা আরও বাঘ বন্দি খেলা
অমানুষ, সপ্তপদী, ওগো বধু সুন্দরী ছবি তার মেলা।
'জীবন-মৃত্যুর' কোলে ঢলে পড়লে বাঙ্গালির 'মন নিয়ে'
'মোমের আলোয়' শ্রদ্ধা জানাই 'শিল্পী' বুকে 'হারানো সুর' নিয়ে।