যানজট আজ একটু বেশি অন্য সবদিনের থেকে
পাস দিচ্ছেনা কেউ দাঁড়িয়ে আছে জানিনা কোন শোকে?
শরীরটা আজ করছে খারাপ আকাশেতে কালো ছায়া
পাশের যানটি বাতাসে মিলায় বিষাক্ত কালো ধোঁয়া।
এগিয়ে যাবার রাস্তা যে নেই পাশে আবর্জনার স্তুপ
উড়ছে মাছি ভনভনিয়ে তবু আমায় থাকতে হবে চুপ।
পলেথিন পড়ে যত্রতত্র রাস্তার এদিক থেকে ওদিকে
নোংরা, ধুলো আবর্জনায় শহরটাকে ঘিরে ধরেছে চারিদিকে।
আমরা এনেছি সভ্যতা বানায়েছি যা,যা আমাদের দরকার
ভাত, রুটি ছেড়ে এখন আমরা খাচ্ছি পিজা,বার্গার।
দিচ্ছি ফেলে তারই উচ্ছিষ্ট করছি আমাদেরই শহরকে নোংরা
শপথ করি,সুস্থ থাকি,ভাল রাখি এই পৃথিবীকে আমরা।