তোমরা কি জানো আমি কে?
আমি এক নারী,
কখনো প্রতিবাদী॥
আমি এক মা,
সব করি ক্ষমা॥
আমি জীবনের ধারাক ও বাহক।।
আমি আজ ও চালাই সংসার ও দেশ।
এক্দিকে যেমন গ্ হকত্রী,
অন্যায় হলে ধরি অগ্নিমূর্তি॥
আমার উপর চলে সারা বিশ্ব,
উপদেশ না নিলে হবে নি;স্ব॥
আমি তবু অবিচল আমার সংকল্পে।।
নানা সময় স্বীকার হই লাঞ্ছনার।
বাড়ীতে স্বামীর হাতে,
বা অফিসে বসের পাশে॥
বাসে, ট্রামে বক্র দ্ ষ্টি দিয়ে চায়
যেন শরীরের সব রস নিংড়াবে হায়॥
তবু মাথা নিচু করিনা আমার।।
কখোনো ভেবে দেখো আমি তোমার কাছে,
তোমার গরম বিছানার সঙ্গিনী,
নয়তো পরম প্রিয় বোনটি॥
শরীর খারাপে পাও মমতার ছোঁয়া,
তবু শরীরের খিদে কেন যে মেটেনা?
আমি তবু ভাল থাকি তোমাদেরই মাঝে।।