আবহমান

আমি চোখ বুঝেছি ,আজকে শুধুই স্বপ্ন দেখবো বলে

রোজই স্বপ্নে যেন হারাই শুধুই,আ-সমুদ্র হিমাচলে

আমি তোমার কাছেই মন রেখেছি,বড়ো আশায় যতন করে

শুধু তোমার তরে ই চেয়ে থেকেছি,রোজ নতুন নতুন করে

আমি চোখ মুছে আজ দাঁড়াই উঠে,আর স্বপ্নের বোঝা চাপাই পিঠে

স্বপ্ন শুধুই উড়তে যে চায়-তবুও কেনো বলো বাধা যে পায়,মন খারাপের  গিঁটে

আমি তোমার গল্প বলেই চলি,সব হারাবার দেশে

শুধু তোমায় ঘিরে ই থাকতে যে চাই,আর ও একটু ভালোবেসে

আমি বিশ্বাস করি ফুটবে যখন নতুন দিনের আলো,আনন্দটা প্রখর হবে -দুঃখগুলো ম্লান

বদলায় সবাই-এটাই জীবন,আর সময়টা যে বড্ডো আবহমান
                                              -অর্ণব