পিছু পানে কেন চাও বারে বারে?
পিছনে যেতে কেহ নাহি পারে।
বিগত ক্ষত দাও বিবর্ণ করে,
চক্ষু খুলিয়া দেখিবে না তারে।

অতীতের ভুল মনে কেন রয়?
শোধরানো র  মত সাধ্য তো নাই!
ভুল ছাড়া শেখার নেইকো উপায়,
পশ্চাতে রাখিয়া   সামনে  তাকাই।

অতীতে তোমার হয়েছে হরণ?
বর্তমানে তাহা করিও না স্মরণ,
ভবিষ্যৎ কে করিতে হবে বরণ,
সামনে তোমার সাফল্যের তোরণ।

পুরাতন যাহা রহিয়াছে পিছে,
পিছনের দিকে যাও কেন মিছে?
নতুনে ছাড়া লাভ আছে কিসে?
হও আগুয়ান পেয়ে যাবে দিশে।

ছিঁড়ে ফেলো সব পিছুটান যত,
জীর্ণ অতীতকে করে দাও গত,
সম্মুখ পানে চেয়ে  হও উদ্যত,
সাফল্য হবে তোমার হস্তগত।

নতুন বছরে এসেছে নতুন চল,
নতুন শক্তির সাথে  নতুন কৌশল,
নতুন কর্মে পাবে নতুন ফল,
তাই নতুন করিয়া হও অটল।

নতুন দিবসে,  নতুন আলোয়,
নতুন আশায় বাঁধিবো আলয়,
নব উদ্যমে নব দীপ জ্বালায়।
আবার  নতুন সুখে ভরিবে নিলয়।