তুমি তোমার রাজস্ব ভাঙিয়ে –
কি আশায় অন্যকে ডিঙিয়ে-
কেমন শিক্ষা দিয়েছো আমায়?

এখন তোমার মুখপানে চেয়ে-
এত দুর্দশা র গন্ধ পেয়ে-
ভীরু দের মত পালিয়ে বেড়াই।

কোনটা  ভাল, কোনটা  মন্দ,
যত সব ন্যায় অন্যায়ের দ্বন্দ্ব
উপলব্ধি করতে শিখেছি।

এখন আমার সে সকল বোধ,
বয়ে আনছে দ্বিধা আর ক্রোধ,
সদয় বিবেকের জ্বালায় মরছি ।

কেন এত জ্ঞান করেছি ধারণ?
বেশী বুঝা এখন রয়েছে বারণ,
হিতাহিত জ্ঞান দূরে সরিয়ে রেখেছি।

আমার সকল অর্জিত চেতনা,
সারাক্ষণ আমায় দিচ্ছে যাতনা,
চেতনা কে আজ ঘুম পাড়িয়ে রেখেছি।

দামী করতে দিয়েছো শিক্ষা,
সদয় করে চলেছো উপেক্ষা,
এখন মূল্যহীন করে ফেলছো।

আমার উপর তোমার বিনিয়োগ
হয়েছে আজ নিষ্ফল প্রয়োগ,
রাজস্ব অর্থ পানিতে ঢেলেছ।

তাকিয়ে আছি- কিছু দেখিতে নারি
বুঝিতে পারিয়াও অবুঝের ভান ধরি।
দেখিয়া বুঝিয়া সহিয়া লই-

ভিতরে ভিতর গুমরে মরি,
এমন ভীরুতা সহিতে না পারি।
এখন নিজের চরকায় তেল দেই।

দেখছি কত সর্বনাশ তোমার,
নেই কিছু করার আমার,
অক্ষম হয়েছি তোমার হেলায়।

হে দেশ – আমাকে তুমি,
করেছো জ্ঞানী– করেছো ঋণী।
কিভাবে শোধিবো এ সকল দায়!