যদি ভাল থাকতে চাও-সব ভুলে যাও।
মূল্যহীন তুমি- তোমার মূল্যবোধ থাকতে নেই।
ন্যায় নাকি অন্যায়,
সত্য নাকি মিথ্যা,
উচিত নাকি অনুচিত,
যৌক্তিক নাকি অযৌক্তিক
এত সব তোমার বিচার্য নয়।
এত সব বোধ- যা তুমি ধারণ করো –
সব ছুড়ে ফেলে দাও।
যদি ভাল থাকতে চাও- সব ভুলে যাও।

অন্যায়, মিথ্যাচার, অবিচার-
তোমার অন্তর পুড়িয়ে ছারখার করে।
তাই তোমার অন্তরচক্ষু কে বন্ধ করে-
বোধহীন, অন্ধের মত হয়ে যাও।
লাভ নাকি ক্ষতি,
ভাল নাকি মন্দ
সঠিক নাকি বেঠিক
এত ভাবনা তোমার জন্য নয়।
যদি ভাল থাকতে চাও- তবে সব ভুলে যাও।

নেতাদের আকর্ষণীয় বাণী,
বুদ্ধিজীবী  যুক্তিতর্ক-
সব  শুনে যাও।
জ্ঞান দিয়ে বিচার না করে
বিবেক কে অবরুদ্ধ করে-
বিচার বুদ্ধির তোয়াক্কা না করে
অবুঝ প্রাণীর মত সব মেনে নাও।
যদি ভাল থাকতে চাও- সব ভুলে যাও।

ফেসবুকের পাতায় পাতায়-
তেল মর্দন-  টক শোর যুক্তি তর্ক,
মিথ্যা গুজব- আশার বাণী,
যত সব খবরা-খবর
সব দেখে যাও-
জ্ঞান চর্চা করতে যেয়ে -
আবার সব খবরে -
মন্তব্য করতে যেও না।
যদি ভাল থাকতে চাও- সব ভুলে যাও।

ভুলে যাও যা তুমি শিখেছ-
শিখে নাও যা এখন তোমাকে শেখাচ্ছে-
যা অপ্রিয় সব অসত্য-
যা শোনাচ্ছে সব সত্য বলে মেনে নাও।
তুমি যা জানো সব ভুলে যাও-
যা জানাচ্ছে তাই বিশ্বাস করে নাও
তোমার বিবেচনা বোধকে দূরে ঠেলে দাও
যদি ভাল থাকতে চাও- তবে সব ভুলে যাও।

তুমি সাধারণ জনগণ-
তোমার চিন্তা, তোমার কথা, তোমার অধিকার
এসব এখন মূল্যহীন।
তোমাকে নিয়ে ভাববার সময় কারও নেই।
তাই মূল্যবোধ, বিবেকবোধ, বিচার বোধ
তোমাকে পীড়া দেয় -যত সব বোধ
মস্তিষ্ক থেকে সব মুছে ফেলে হয়ে যাও নির্বোধ।
যদি ভাল থাকতে চাও -তবে সব ভুলে যাও।