বৈশাখ
আরাফাত মিহির
::
নতুন বছর, বৈশাখ এলো, বাজবে ঢাকের তানে  
আনন্দে আজ উঠবে মেতে বাংলা, প্রাণের টানে।  
তবুও মন কাঁদছে ভীষণ, অন্তরে বিষাদ,  
দূর ওই ফিলিস্তিনের বুকে নামল শোকের নাদ।
:
সেইখানে আজ কাঁদছে শিশু, ভাঙছে ঘর আর বাড়ি,  
রোদন ভাসে আকাশ জুড়ে, নিভছে আলোর হাঁড়ি।  
তবুও তারা বাঁচে লড়ে, ধুলোয় পড়ে জেগে,  
স্বপ্ন খোঁজে সুখের রঙে, আগুন-ধোঁয়ার ফাঁকে।
:
ওদের জন্য হৃদয় কাঁদে, বাংলারো এই দিনে,
চুপ কি বলো থাকতে পারি এ অন্যায়ের পিণে?  
নববর্ষের আলোর মাঝে দেই না ওদের হেসে,  
নব আশা  সাহস বুকের, মুক্ত কথার বেশে।
:
কলম ধরি, গান গাইও আজ, দাঁড়াই ওদের পাশে,  
বৈশাখ বলে—মানবতা থাক প্রাণের প্রথম আশে।  
ফিলিস্তিনের ভাই-বোনেরা, শুনো আমার গান—  
তোমাদেরই পাশে আছি, আছে প্রাণে-প্রাণ।
:
এই জিহাদে বাংলা তোমার সঙ্গী মহাবীর
ফ্রি ফ্রি ফ্রি ফিলিস্তিন, নারায়ে তাকবির।