ঈদ এসেছে ঈদ এসেছে বাঘ শেয়ালের দেশে,
বাঘের কাছে ঈদ জামা নেই কাঁদছে দেয়াল ঘেঁষে।
বাঘের মাথায় বুদ্ধি তো নাই শেয়াল কাকুর মতো,
শেয়াল কাকু বুদ্ধি দিয়ে আনলো জামা যত।
::
এই কথা বাঘ শোনার পরে গেলো কাকুর বাড়ি
বাঘকে দেখেই বললো শেয়াল তোমার সাথে আড়ি।
আড়ি বলায় বাঘের মাথায় রাগ উঠে যায় চরম
রাগের জোড়ে বাঘের মাথা হইলো যে খুব গরম।
::
রেগে মেগে জোরসে করে দিলো দোরে লাথি,
লাথির জোড়ে ভাঙলো দুয়ার ভাগলো কাকুর সাথী
একটা দিলো বাঘ মামুকে একটা নিলো নিজে,
বাকি জামা সবকে দিয়ে মজা পেলো কী যে।  
::
জামা পেয়ে সবযে খুশি বাঘের মুখেও হাসি
তার রাগেতেই আজকে জামা পেলো যে বনবাসী।
সবকে খুশি দেখে শেয়াল রইলো না দুঃখ ভাঁজে
খুশি হলো আসছে বলে সুখ ভাগার এই কাজে।