প্রত্যহের মতো সুপ্রভাতে জাগিলো আমার মন
আজো স্বপনে ভাসিয়া;স্মৃতির কিছু রূপালি ক্ষণ।
সেই রূপালি ক্ষণে ছিল এক রূপসী - রমনী
আজি বলিব তাহার মায়াভরা মিষ্টি - কাহিনী।
জানিনা রূপবতী সেই কন্যা ছিল কিনা পরী!
আমায় মুগ্ধ করিত তাহার মনের মাধুরী।
নীলিমা হইয়া আছো জাগিয়া, তুমি মোর স্মৃতিতে
আজো মনেতে আশা; হইবে দেখা তাহার সাথে।
এ আশায় মন ভাসায়;তাকিয়ে রই সেই পথে
যেথায় দুলিছে একলা চাঁদ;শুকতারার সাথে।
হয়তো কোনো এক গোধূলিবেলা নদীর ধারে,
রইব দাঁড়াইয়া দুইজনা ঐ নীরের পারে।
সেদিন তাকাইয়া তব পানে যেন অচেনা
চিনিতে না পারিব দুজন দুজনায়,
তবুও মনের সাগরে ভাসিবে তব ভাবনা
নির্মল আঁখি ভরিয়া সেদিন হেরিব তোমায়।