ওহে রুবিরায়,শান্ত নয়নে;
     দেখি তব মনের আভাসে
     মাধুরীলতায় তুমি আছো ঝুলে
তারা হয়ে স্বপ্নীলাকাশে।

   ষড়বর্ষ হলো অতিবাহিত
   আজো মন আমার স্বপ্নরহিত
   দেখা কি হবে না?
এ জগতে;

   যথা বিশ্ব তথা প্রবাহিত
   মন আমার স্বপ্নে শায়িত
   হয়তো হবে দেখা কোনো এক
কল্পনার জগতে।

   দেখব বলিয়া মম চোখে
   তাকিয়ে রই ঐ নীল আকাশে
   মেঘের আড়ালে অন্তরালে
হারিয়েছ অচিনপুরে।

   আসবে হেথায় কথা দিয়ে
   ছাড়িয়া আমায় গেলে চলে
   আজো দাঁড়াইয়া আছি সেথা
স্বপ্ন-নদীর তীরে।

   তব মহিমায় সুন্দরো এ কাহিনী
   আমি লিখিলাম দুনয়নে
   ছায়া হয়ে মম মিশে রই
শয়নে-স্বপনে।

   বেদনা সহিত মোর গমন
   এগিয়ে যাওয়া ব্যাথিত মনে
   দেখা হলে মম অশ্রু-নয়ন
দিব হাতে তুলে।

   বিকেলের স্নিগ্ধ সমীরে
   যদি কভু দেখিনু তোমারে
   ভাসাইব নয়ন নীলিমা–
অশ্রু নীরে;

    জানিনা কবে সে বিকাল
    আসবে এ জীবনে,
    যেদিন হৃদয়ের মালাখানি
দিয়ে দিব তোমারে।

    প্রয়াসী মনে করি আশা
    দেখিলে তব এ জগতে
    বলে দিব মনের কথা
হৃদয় রাঙানো ফুলে।