নিশীথের হে নীলিমা ছড়িয়ে গগনে
শশী তুমি দেখিয়েছ; পথ প্রতি রাতে
সাথে করে জোৎস্নাদল ঝিঁঝির সে গীতে
এক-লা হেঁটে চলেছি আঁধারের শনে!
প্রতি ক্ষণে ক্ষণে বাজে; সঙ্গীত পবনে
সুর যেন বাঁধে শণ হিয়ার কোণেতে।
বাঁচিব না আর আমি,ক্লান্ত এ জগতে
ছুটিতেছে ব্যর্থ মন অসীমের পানে।
বসিয়া করি প্রার্থনা - নিশ্চুপ আড়ালে
ওহে অন্তর্যামী তুমি! নিয়ে চল মোরে
আঁধারে তব নিকটে যাব আমি হেসে,
নির্ভীক প্রাণ শপেছি, প্রভু চরণতলে
ছাড়িয়া দিয়াছি সব করুণার তরে
ফিরিয়া আসিব আমি,তাঁকে ভালোবেসে।