আধোঘুমে আজও ধীরে
হাঁটিতেছি অচিন পথে
যেই পথ ডাকে আমারে
ভুলাইয়া সব নিরাশা
মৃত হইয়া জন্মাইব আবার
ঐ নীল রাইতে
ফিরিব না কভু যেথায়
থাকে শুধু হতাশা।
জমাইব পাড়ি, নিশ্চুপ আইজি
অচেনা ঐ জগতে
চাঁন্দের আলো পড়ল যেথায়
শুকতারার সাথে,
হারাইয়া যাইব একলা আমি
নিশীথের অন্ধকারে
আমায় খুঁইজা পাইবা কেবল
জোনাকিদের ভীড়ে,
নির্জন গহীন বনে যদি
পাও আমারে ফিরে
নিথর দেহখান রাইখো গেঁথে
অমাবস্যার তীরে!