জীবন কী?
সুখ,দুঃখ,আনন্দ,মায়ার ছায়া
নাকি সংগ্রাম সাধনার রক্তিম ধোঁয়া?
জীবনের মন্ত্র যেন বোঝাই যায় না।

কেউ বলে হও সফল
কেউ বলে সুখী,
দুপথে পা বাড়ালে
জীবনভর দুখী।

যদি বলি মানুষদের মতাদর্শ ;
তাহলে জীবন চলার পাথেয় -
সততা ও আদর্শ।
কিন্তু বেঁচে থাকা,
            নির্মম যেখানে,
সততা ও আদর্শ কেবল
      বিলাসিতা সেখানে!

ভুল ছাড়া অপূর্ণ এ জীবন
ছড়িয়ে অনেক ভুলের সমারোহ
তাই বলে করো না অনুশোচনা
কারণ তা মৃত্যু থেকেও ভয়াবহ!
কেউ রাখে না কথা,কেউ ভাঙে প্রতিশ্রুতি;
প্রতিশ্রুতি তো বিশ্বাসী মনের ছলনা।

তাই দুনিয়ার প্রতি আকর্ষিত হইও না
এ অত্যাধিক আকর্ষণই যেন
সব দুখের মূল। ধাঁধায় পা না দিয়ে,
সব প্রতিবন্ধকতা করো বর্জন
তবেই কর্মের মধ্যে দিয়ে
জীবনের লক্ষ্য হবে অর্জন।