তরুলতা ভিজিলো না ভোরে
শিশিরের জলে
দোয়েল ডাকিল না কেন
আজ দলে দলে
সূয্যিমামা উঠিল না কেন
খোকা উঠিবার আগে
কুয়াশা আসিল না ফিরে
শীত বুড়ির ডাকে।
ফুলের মালা গাঁথিবার চাই
সকাল হবার পূর্বে,
শিউলিতলায় শিউলি কই
খুঁজিয়া না আর পাবে।
পাতার ফাঁকে রোদ্রের খেলা
আর যে দেখি না
পাখিরা আমার সাথে কথা
আর তো কহে না,
গাছের ডালে কাঠবিড়ালি
আর যে দোলে না
সাপ-নেউলে কেন হেথা
যুদ্ধ করে না!
প্রজাপতি, ফড়িং, ডাহুক, পেঁচা
হারালে তোমরা।
কেন ছাড়ি গিয়াছ চলি?
কোথায় জোনাকিরা?
কাশফুল উড়া করিল বন্ধ
ঐ নীল আসমানে,
লতামঞ্জরী দুলিছে না আর
বয়ে চলা বাতাসে।
উড়িতেছে দুলিতেছে শুধু
চিকচিক ধূলিকণা,
এর চেয়েও ভালো ছিল
কালী সাপের ফণা!
নতুন এই জগতে নেই
প্রাণের কোনো দাম,
আমায় দাও ফিরিয়ে
ঐ ছোট্ট গ্রাম।