শান্ত ছেলে; অশান্ত মন,
উপভোগ করি এ জীবন,
খোদার তৈয়ারী এ ভুবন,
সৌন্দর্যে ভরপুর।
আপন মনে জীবন অতিবাহিত,
সময় সদা নিজ গতিতে প্রবাহিত,
আকাঙ্ক্ষায় কেন এ মন শায়িত,
স্মৃতিতে ভরপুর।
চাই না সুদূর আমি যেতে,
অচেনা এক ভবিষ্যতে,
বাঁচিবার চাই অতীতে,
ভাবি স্মৃতিবিজরিতভাবে।
অতীত হলো স্বপ্নের কোমলতা,
শৈশবে ঘেরা নির্মল স্মৃতিলতা,
আনন্দ-উল্লাসে খেলাধুলা,
মনে পড়ে বন্ধুসবে।
বন্ধুসকল মিলে আনন্দে,
কাটাতাম দিন মনের ছন্দে,
আজো মনে সেই ইচ্ছা জাগে-
ফিরে যেতে চাই শৈশবে।