আকাশে উড়ে না
সেই শঙ্খচিল,
বাঁচল না মাছ
বরবাদ খালবিল।
ঘাসে ফোঁটা শিশির
দেখতে কি পাবে?
প্রকৃতি নিবিড়
বুঝো কি অনুভবে?
মেলে দুই আঁখি
দেখতে কি পাবে?
গান গায় পাখি
শুনতে কি পাবে?
শিশির গেল মিলিয়ে
উড়ে কেবল ধোঁয়া ;
প্রকৃতিকে হারিয়ে
বিষন্নতার ছোঁয়া।
কোন লোভের ছোঁয়ায়
পেতে চাও তপ্তকাঞ্চন?
মরীচিকার ধোঁকায়
কেন করলে এ দূষণ?
তৈরিতে ব্যস্ত তোমরা
মিল-কল-কারখানা
কাটলে সব গাছপালা
বাঁচল না শাবক-ছানা।
দূষিত হলো
আজ মাটি-পানি-বায়
কমে গেল
কত মানুষের আয়ু।
শৈশবের প্রকৃতি
হারিয়ে হলে দুখী;
করছো না আকুতি
যেন সেই পাখি
যে পাখি যায় গেয়ে
বিরহের গান;
হারিয়ে এ দূষণে
তার সখীনীর প্রাণ।