লাগে ভালো;যখন ফুলের সাথে বলি কথা
কত কথা বলি অযথা
সাড়া দেয় গাছের লতা-পাতা
কথা বলতে দাও আমারে।
ছায়ার সাথে খেলা করি নিত্য
আমি নই গো রিক্ত
সাথে খেলা করে প্রজাপতিও সিক্ত
খেলতে দাও আমারে।
মেঘের ডাক শুনে উঠি গিয়ে ছাদে
টিপ টিপ জল ছন্দে ছন্দে
বৃষ্টির সাথে করি নৃত্য আনন্দে
নাচতে দাও আমারে।
সাঁঝবেলা ছাদে,জ্যোৎস্নার সাথে করি গল্প
কভু জোনাকিদের সাথে আড্ডা
হাসিতে ফেটে পড়ি স্বল্প
হাসতে দাও আমারে।
ভোরবেলা পাখিদের সাথে গানে মেতে রই
আমি মোটেই একা নই
বড়ইগাছের বুলবুলিটা আমার সই
গাইতে দাও আমারে।
নীরব আমায় বাঁচিয়ে রাখে সরব প্রকৃতি
বাঁচিয়ে রাখে এ ধরণী
আবারও কানে ভাসে কোলাহল ধ্বনি
বাঁচতে দাও আমারে।