কতো কথা বলি
নিজের সাথে মন খুলে উদোম হয়ে বসন্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে সাহস করে বসে থাকি ফারাক নদীর ধারে। তফাৎ দেখি হিসাব করে দূরত্বের ব্যবধানে কতোটা দূরে তুমি!
মনে মনে ভাবি অহেতুক ব্যথা দিলে অকারণে! কি এমন স্বাথ উদ্ধার হলো আমার কারণে,কতো টুকুই বা তুমি পেয়ে আমাকে চাপা দিলে ব্যথার পাহাড়ে!
অথচ, তুমিই কষ্ট তুমিই কবিতা তুমিই ব্যথা তুমিই শ্রেষ্ঠতা অভিনয়ে স্বল্পতা।
আমি শুধু কথা সাজাই ব্যথার বাহারে। লাভ হয়েছে আমার তোমার কারণে। ফালা-ফালা কষ্টের কথা মাথায় আসে ফিরে যেতে পারে না তুমি চলে গেছো বলেই আমি নিদারুণ নিরুপায়ে সম্মুখ দেখি বাস্তবতা আর তোমাকে সাজাই তুমিই কবিতায় !