কে সে নিঃশব্দে যে আসলো ব্যথার মতন!
যে নিরবে আসে পৌষের শীত সন্ধ্যায় হিম শীতল বাতাসে ধূসর ঘন কুয়াশায়‌ আমি যেনো তারে দেখিলাম আমার আসিবার পথে ভাবছিলাম আসলে কি সে যারে এক যুগ আগে হারিয়েছিলাম ছুঁয়ে দেখার আগে সে কি নারী না অদৃশ্য নারী রূপে পরী!
সে আমারে নাহি চিনি লো  ঠিক আমি তারে চিনিলাম
দূরে থেকে দেখে জোছনার মলিন আলোয় আধ ছায়া মুখ  ক্ষীণ দেহ তাহার যেনো অম্লান চুলে কাজলের চোখ।
সে আমারে ধরা দেয় না তাই দূর থেকে দেখি তবু নাহি জোড়ায় আঁখি ভেবেই ব্যথা পাই  রাগ হয় অভিমান পরক্ষণেই মনে হয় যেন তাহারে বারে বারে দেখি!