তুমি কি ভাবো একটু আমায়!
নাকি না ভেবে নিচিন্তায়
ঘুমিয়ে পড়ো সন্ধ্যা বেলায়
মনে কি পড়ে একটু আমায়
নাকি আনমনা হয়েই
বসে থাকো ঘরের কোনায়?
তুমি কি দেবে একটু সময়
আমি খুব করে বলতাম
অনেক ভালোবাসি তোমায়
তুমি কি আসবে?
একটু বলবে আমায়
আমার লগ্নবয়ে যায়
সেই তোমারী অপেক্ষায়।
তুমি আমার গল্প হীন
কল্পনার অভিমানে
লুকিয়ে থাকা
ভালোবাসায় জড়িয়ে থাকো
মুখ ভরা হাঁসি খুশিতে
তুমি হীন দিন কেটে যাক!