ভালো লেগেছে আমার বুঝেছ তুমি
তবে চলে গেলে কেন কিছু না বলে!
কিছু বলিনি আমি হঠাৎ করে,
যদি মনে করো কিছু আমায় তবে।
তোমার মনে যদি পড়ে খুজে নিও আমায়
একা দাঁড়িয়ে আছি সেই স্টেশনে
বলবো না আমি ভালোবাসি তোমায়।
যদি হঠাৎ করে তুমি না বলো আমায়
বাহানা করে আমি আসব কাছে,
যদি বুঝতে পারো বোঝা দরকার!
কেন ভালবাসি আমি তোমায় এতো
যদি হাতে রাখো হাত বুঝবে বার বার
কিছু চাইনা জীবনে তুমি ছাড়া আর।
যদি বসন্তের শেষে ফুল ফুটে যায়
বুঝে নিও তুমি ছিল তোমার অপেক্ষায়
রঙিন ঘুড়ি যদি আমি আকাশে ওড়াই
চিঠি লিখে দিবো তোমার ঠিকানা
যদি হঠাৎ মেঘের ডাকে ভয় পেয়ে যাই
ভেবে নিও তুমি চলে গেছি আমি শেষ ঠিকানা!