এই তো ক'দিন আগেই
সে হারালো মনে হয় না এক যুগ!
সে মিশে আছে হৃদয়ের মাঝে
অথচ,ফুরায় না আমার তাকে হারানোর সুখ!