অনর্থক নির্মম পৃথিবীতে বানিয়ে ছিলাম
মায়ার দূর্গ
নারী মায়াবতী তবে তুমি নারী ভীষণ চৌকশ
নগরীর দূর্গের
প্রাচীর ভেঙ্গে জলের মতো বয়ে গিয়েছ সমুদ্র
স্নানে নিরবধী।
কম জলে তোমার শুকনা লাগে তাই অধিক জলে দিয়েছ পাড়ি
বিভাবরী রাত জানে কতটা নির্ঘুম রজনী কাটালে চোখের জল
শুকিয়ে খরায় পোড়ে তবে,তুমি তা জানবে কি ভাবে তোমার তো অধিক জলের নেশা
শীতের কুয়াশামাখা ভোরে সদ্য ফোটা লাল পাপড়ির গোলাপের সুবাসে
ধোয়াবে তোমার উষ্ণ শীতল দেহ  
তুমি নারী বড়োই অদ্ভুত নিজের শীতলতা বুঝ
অন্যের শীত বুঝ না!

                                 -আরমান আলিম
                                ২৫অগ্রহায়ণ১৪৩১
                          ফুলতলা পদ্মাপাড়,রাজশাহী।